সোনারগাঁ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপির ৬ নেতার মুক্তির দাবীতে গতকাল বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা বেপারী বাজার, টিপরদী এলাকায় ও এশিয়ান হাইওয়ে রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌরসভা বিএনপি, পিরোজপুর ইউনিয়ন বিএনপির ও সোনারগাঁ স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে পৃথক তিনটি স্থানে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু, হাসনাহীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মন্টু, পৌর বিএনপি নেতা জাহের আলী, আবুল, রানা, আলামিন, অমিত হাসান, মহিলা দল নেত্রী রুমা আক্তার, সালমা আক্তার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা হান্নান, আবুল, হাসেম প্রধান, শাহানুর, রিয়াজুল, আলী নুর, আনছর, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হোসেন, মোরশেদ মোল্লা, ডালিম সিকদার, জামাল, কায়েস, বিন ইয়ামিন, আওলাদ ও জাহিদ প্রমূখ।
Leave a Reply