সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২০ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে এ র্যালি শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাজী আনোয়ার হোসেন। এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সফিকুর রহমান দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাকারিয়া সালে স্বপন সাবেক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল সাউদ, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহসভাপতি হাজী পিয়ার হোসেন নয়ন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিক হাসান লেলিন, মোঃ এজাজ, সদস্য সশিদুল্লাহ, মফিজ, ইকবাল প্রধান,দেলোয়ার, মামুন,রাজিব সাউদ, হোসেন। সোনারগাঁ পৌর সভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, আতারাব্বী জুয়েল, আর্মী আলাউদ্দিন, মোঃ আলম, মিন্টু মোঃ রাছেল, মোঃ আব্দুল হাই, তাইজুল ইসলাম, গুলজার হোসেন, আলমাস, সিরাজুল ইসলাম প্রমূখ।
Leave a Reply