নিজস্ব প্রতিবেদক :
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরা ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কুরআন অবমাননা করে এর ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডির মাধ্যমে প্রচার করেছে। এতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের মনে রক্তক্ষরণ হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। কুরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে সোনারগাঁ মগরাপাড়া চৌরাস্তায় ঢাকা – চট্টগ্রাম মহাসরোকে ধর্মপ্রাণ মুসলিম ও আলেম ওলামাদের নিয়ে প্রতিভাত সভা, মিছিল ও বিক্ষোভ সমাবেশ কটা হবে। এছাড়া তিনি সরকারের কাছে আরও দাবি করেন যে কুরআন ও ইসলাম ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তির আইন চালু করা হউক।
Leave a Reply