সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের বারদী ও আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে একটি টলারে চড়ে জেলা যুবদলের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচী পালন করেন। এছাড়াও এশিয়ান হাইওয়ের সড়কের মরিচটেক এলাকায় ছাত্র দলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বেলে অবরোধ কর্মসূচী পালন করে।
মেঘনা নদীতে অবরোধ পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম সজীব।
তিনি জানান, আমাদের নেতাকর্মীরা সকালে সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবরোধ কর্মসূচী সফল করতে একটি ট্রলারে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে। আমাদের অবরোধ সফল করতে নেতাকর্মীরা রাজপথের পাশাপাশি নৌপথেও আছেন। এছাড়াও ছাত্রদলের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করে।
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মোসাবেরুল হক বলেন, মেঘনা নদীতে বিএনপির নেতাকর্মীদের অবরোধ ও মিছিলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply