সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহিদ মোঃ বাদল সাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রাসেল মাহামুদকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় সোনারগাঁ উপজেলা তৃণমূল আওয়ামীলীগের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাসেল মাহমুদ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নব নির্বাচিত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ বলেন, রাজপথ কখনো বেঈমানী করেনা। আমাকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে আসীন করায় আমি জেলা ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাজপথে থেকে সকল অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন রাসেল মাহামুদ।
Leave a Reply