শিরোনাম :
কুরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান -নাদিরা আক্তার নিরা সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী : বিএনপির নির্বাহীসদস্য মান্নান সোনারগাঁ ও বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন – নাদিরা আক্তার নিরা সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যােগে চা-শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

সোনারগাঁয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ২ টার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলপদী গ্রামের ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোগরা পাড়া ইউনিয়ন এর আলাবদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আক্তার হোসেন আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, উপজেলার আলাপদী গ্রামের  নিজ বাড়ির গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ডাব পেরেছেন ছোট ভাই ওমর ফারুক খোকা। এসময় তার বড় ভাই আক্তার হোসেন তাকে বাধা দেন। এ নিয়ে তারা ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে আক্তার হোসেন ও ওমর ফারুক দুজনেই দেশীয় অস্ত্র নিয়ে এক অন্যের ওপর ঝাপিয়ে পড়েন। আক্তার হোসেনের ছুরিকাঘাতে ওমর ফারুক ঘটনাস্থলে নিহত হন। তবে ওমর ফারুক খোকার দায়ের কোপে বড় ভাই আক্তার হোসেনও আহত হয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুক দীর্ঘ মাদকাসক্ত চিকিসা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন তার বাড়ির লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে এসেছেন। গতকাল শুক্রবার ডাব বিক্রির উদ্দেশ্যে গাছ থেকে ডাব পারতে গেলে বড় ভাই আক্তার হোসেন বাধা দেয়। এনিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একে অন্যকে দা ও ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ছোট ভাই ওমর ফারুক খোকা মারা যান। বড় ভাই আক্তার হোসেন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ডাব পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এ ঘটনায় অপর ভাই আক্তার হোসেন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে হত্যায় ব্যবহৃত ছুরি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Adhikar Protidin
Design BY SOFT-MACK