সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচু পারতে গিয়ে বিদ্যুস্পর্শে সারোয়ার রহমান শুভ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পানাম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি সে তার বাবার মুদি মনিহারী ব্যবসা দেখাশোনা করতো। সে পানাম গাবতলী এলাকার সাদেকুর রহমানের ছেলে। শুভর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, উপজেলার পানাম গাবতলী এলাকায় গত মঙ্গলাবার সন্ধ্যায় তাদের নিজস্ব বাগানে তার বাবার সাথে লিচু পাড়তে যায়। অসাবধানবশত বিদ্যুতের তারে সে জড়িয়ে যায়। পরে সারোয়ার রহমান শুভকে উদ্ধার করে স্থানীয়রা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সাদেকুর রহমান আহত হন। গতকাল বুধবার দুপুরে বালুয়া দিঘির পাড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি দুঃখজনক।
Leave a Reply