শিরোনাম :
কুরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান -নাদিরা আক্তার নিরা সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী : বিএনপির নির্বাহীসদস্য মান্নান সোনারগাঁ ও বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন – নাদিরা আক্তার নিরা সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যােগে চা-শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত
সোনারগাঁয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা

সোনারগাঁয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা

সোনারগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ-ভারতের লেখক ও সাংস্কৃতিকপ্রেমীদের মেলবন্দনের লক্ষে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁ যাদুঘর সংলগ্ন পানাম টুরিষ্ট পার্কে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বাংলাদেশ ও ভারতের কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড.অমিত চট্টপাধ্যায় (ভারত), সম্পাদক ও গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ (বাংলাদেশ), সাংবাদিক ও ছড়াকার আলম হোসেন (বাংলাদেশ), ছড়াকার ও গল্পকার এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ), ছড়াকার গোলাম নবী পান্না (বাংলাদেশ), সাংবাদিক ও সম্পাদক হাসান মাহমুদ রিপন (বাংলাদেশ), সম্পাদক গোপাল চন্দ্র দাস (ভারত), কবি মন্টু দাস (ভারত), সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন (বাংলাদেশ), প্রকাশক ও কবি আহমেদ মুনীর (বাংলাদেশ), সঙ্গীত শিল্পী মৌসুমী দাস (ভারত), কবি শাহানাজ পারভীন শান্তা (বাংলাদেশ), সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, রবিউল হুসাইন প্রমুখ। অনুষ্ঠানের দু’দেশের কবি, লেখক ও সাংবাদিকদের সংবর্ধনা ও পল্লীকবি জসিম উদ্দিন সম্মাননা স্মারক প্রদান করা হয়। উৎসবে ড.অমিত চট্টপাধ্যায় (ভারত)কে সভাপতি ও এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ) কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বনানী সরকার (ভারত), চিত্র শিল্পী অহীন্দ্র দাস (ভারত), ছড়াকার মোফাখখার সাগর (বাংলাদেশ), মোহাম্মদ শারবিন, এরশাদ হোসেন অন্য, ওয়ায়েসকরুনী অপু, আসমা আকতারী, মনির প্রবাসী, ফারজানা আহসান জয়া, রস্তম আলী, সীমা দে (ভারত)সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
উৎসবে বাংলাদেশ ভারতের লেখক ও কবিরা স্বরচিত লেখা ও কবিতা পাঠ করেন। এছাড়া সংঙ্গীত পরিবেশন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Adhikar Protidin
Design BY SOFT-MACK