সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ রোববার সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলা চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাপ বিতরণ করা হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর উদ্যোগে এ ট্যাপ বিতরণ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহাবুর রহমান বাবুল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াছিনুল হাবিব, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল পাল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ৩৩০টি ট্যাব প্রদান করা হয়। প্রতিটি বিদ্যালয় থেকে ৯ম ও ১০ম শ্রেনীর ৬ জন মেধাবী শিক্ষার্থী একটি করে ট্যাপ উপহার পায়।
Leave a Reply