সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজ চলাকালে ভেকুতে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৭ মার্চ সোমবার সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো.রফিকুল ইসলাম জানান, সরকারী বরাদ্দকৃত অর্থে বরাব-আদমপুর রাস্তা থেকে সংযোগ সড়ক মুক্তিযোদ্ধা সাহাজদ্দিন সাহার বাড়ী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ চলছিল। দিনের বেলা রাস্তার উন্নয়ন কাজ শেষে প্রতিদিনের মতো মাটি কাঁটার ভেকু যন্ত্রটি ওখানেই রাখা ছিল। গতকাল সোমবার সেহরি খাওয়ার সময় হঠাৎ এতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ দেখে মানুষের চিৎকার শুনে লোকজন ডাকাডাকি করে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে ভেকুতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে এলাকার উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করলেও এতে ভেকুটি পুড়ে সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. আহসান উল্লাহ বলেন, ভেকু পুড়িয়ে দেওয়ার ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply