নোটিশ :
অধিকার প্রতিদিনে আপনাকে স্বাগতম!
শিরোনাম :
সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানব বন্ধন সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  সুস্থ্য ধারার ছাত্র রাজনীতি চালু হোক সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র উদ্বেগ শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের
মাকসুদ সভাপতি ও মোতালেব ভূঁইয়া সম্পাদক সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাকসুদ সভাপতি ও মোতালেব ভূঁইয়া সম্পাদক সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূঁইয়া মাকসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব, সাবেক ইউপি সদস্য আলী জাহান মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভূপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মনির মেম্বার, জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য বদরুল আহম্মেদ বদু, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দীন, ইউপি সদস্য নূরে আলম শাহিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব ভূঁইয়া, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা সানাউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, আবু তালেব চৌধুরী জিসান, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব এম এ জামান, সহ সভাপতি হাজী গরীব নেওয়াজ, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, আব্দুল বাছেদ মেম্বার, সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আবুল হাসেম, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আমীন হোসেন মেম্বার, পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জাতীয় মহিলা পার্টি উপদেষ্টা জাহানারা রহমান, জায়েদা আক্তার মনি, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী প্রমূখ।
অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, জাতীয় পার্টির শাসনামল ছিল সবচেয়ে স্বর্নযুগ। মানুষ সুখ শান্তিতে ছিল। আমার রাজনৈতিক পিতা প্রয়াত পল্লীবন্ধু এরশাদ তার শাসনামলে সবকটি মহকুমাকে জেলায় উন্নতি করেছে। উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছেন। বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণে দেশের বিভিন্ন স্থানে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করেন। নতুন শিক্ষানীতি, ঔষধ নীতি ইত্যাদি প্রবর্তন করেন। ভূমি সংস্কার আইন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমা, চালু করেন।
পল্লীবন্ধু এরশাদ রাজধানী ঢাকায় বিজয় স্মরনী পান্থপথ, রোকেয়া স্নরনী, ঢাকা শহর রক্ষা বাধ, নারায়ণগঞ্জে ডিএনডি বাধ নির্মাণ করেন। তিনি মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু নির্মাণ করেছেন। তিনি গুচ্ছ গ্রাম, পথকলি ট্রাষ্ট গঠন করেছেন। শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন। বাংলাদেশ মুসলমানদের দেশ এ জন্য রাষ্ট্র ধর্মকে ইসলাম ধর্ম হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বিধস্ত দেশকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে সৈন্য প্রেরনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন সব রাজনৈতিক দল এতে বাধা সৃষ্টি করেছিলেন। এমনকি হরতাল ডেকেছেন। পল্লীবন্ধু সব বাধা অতিক্রম করে বিভিন্ন যুদ্ধ বিধস্ত দেশে সৈন্য পাঠান। বর্তমানে শান্তি মিশনে যেতে অনেকে তদ্বির করেন। প্রয়াত পল্লীবন্ধু এরশাদ এর আদর্শের লড়াকু সৈনিক, জাতীয় পার্টির পোড় খাওয়া তৃণমূলের নেতা-কর্মীরা এখনো সংগঠিত হতে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছে। বিগত করোনাকালীন সময়ে যখন মাঠে কেউ ছিল না সেই সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করে আপনাদের সেবা করেছি। আজকে সোনারগাঁয়ে অনেক নেতা দেখি করোনার সময় এ নেতারা ঘর থেকে বাহির হননি। তাদের ভোটের সময় আপনাদের কাছে ভোট চাইতে আসে তাদের বলবেন আমাদের বিপদের সময় কোথায় ছিলেন। আজকে সোনারগাঁয়ে আমি তৃণমূলের সকলের মতামত নিয়ে সবাইকে জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ দিচ্ছি। সকলের সহযোগিতায় আমি জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজকে সংগঠিত করছি। আগামী নির্বাচনে আপনারা সোনারগাঁয়ের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার সাড়ে নয় বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দিবেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ তিনি যেন সোনারগাঁওয়ে আমার মা- বোনদের বৈধ গ্যাস সংযোগ দেন।
অনুষ্ঠানে আশরাফুল ভূঁইয়া মাকসুদকে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও মোতালেব ভূঁইয়া মেম্বারকে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সিনিয়র সহ-সভাপতি মনির মেম্বার, আলী জান মেম্বার, সগির মেম্বার, সানাউল্ল্যাহ মেম্বার নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Adhikar Protidin
Design BY SOFT-MACK