শিরোনাম :
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত সোনারগাঁয়ে খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত সোনারগাঁয়ে আওয়ামীলীগ এর সহ-সভাপতির বিরুদ্ধে অপপ্রচার ও দুই নেতার হত্যার হুমকির প্রতিবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এমপি খোকার সুস্থতা কামনায় বারদী ইউনিয়ন জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাঁচপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণার উৎস , এমপি খোকা সোনারগাঁয়ের মাদ্রাসা ছাত্র আমির হামজা নিখোঁজ   
সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬ গ্রামের প্রায় তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, রতনপুর, জৈনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দিসহ ৬টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত ৬ কিলোমিটার পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান, সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক অপারেশন মো. মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। ফলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Adhikar Protidin
Design BY SOFT-MACK