সোনারগাঁ প্রতিনিধিঃ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘সোনারগাঁ ভ্রমণ গাইড ’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘সোনারগাঁ ভ্রমণ গাইড’ এর লেখক একেএম মুজ্জামিল হক। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম, এডভোকেট নূর জাহান, সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রর্দশন কর্মকর্তা একে এম আজাদ সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগগণ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসলিনখ্যাত নগরী ও প্রাচীন রাজধানী সোনারগাঁ ইতিমধ্যে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেয়েছে। সোনারগাঁয়ের সুনাম ও কৃতিত্ব আজ বিশ্ব দরবারে প্রতিষ্টিত। ইতিহাস ঐতিহ্যের সোনারগাঁ বাঙালীর গর্ব ও গৌরবের। বছরের ১০ লাখ পর্যটক সোনারগাঁয়ে ভ্রমণে আসেন। শিকড়ের সন্ধানে কোটি মানুষের আবেগে অনুসন্ধানী দৃষ্টিতে লেখক এ ভ্রমণ গাইডে সোনারগাঁয়ের পরিচিতি তুলে ধরেন। এ প্রকাশনাটি সবার কাছে সমাদৃত হবে বলে জানান বক্তারা। প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বমানের স্থাপত্যের মেলবন্ধনে সোনারগাঁকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তেলা এখন শুধুই সময়ের দাবি জানান তারা। সকলেই লেখককে ধন্যবাদ জানান।
Leave a Reply