সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাইস্কুলের চুরি যাওয়া ফ্যানসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মসলেন্দপুর এলাকা থেকে ১২টি সিলিং ফ্যান ও একটি পানির পাম্পসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ সোমবার রাতে গোয়ালপাড়া হাই স্কুল থেকে ১২টি সিলিং ফ্যান ও একটি পানির তোলার পানির পাম্প চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গোয়ালপাড়া হাই স্কুলের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম বাদি হয়ে ৮জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো- বারদী ইউনিয়নের বাস্তমবাগ এলাকার ফারুকের ছেলে আলিফ, মসলন্দপুর গ্রামের হাবিবুরের ছেলে ইকবাল ও মোহাব্বত আলীর ছেলে আলমগীর। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ।
জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের ১নং ওয়ার্ডে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে টিউবওয়েলের মাথা, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। গত সোমবার গোয়ালপাড়া হাই স্কুল রমজানের বন্ধের সুযোগে ওই এলাকার চোর চক্র ১২টি ফ্যান ও একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে সকালে গোয়াল পাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল গোপন সংবাদের ভিত্তিতে চোর সনাক্ত করে পুলিশে খবর দেয়। বারদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অনিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বারদি মসলন্দপুর এলাকা থেকে ১২টি ফ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
বারদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অনিক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং ফ্যান চুরির অভিযোগে তিন চোর গ্রেপ্তার করা হয়েছে। এ চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারকৃতরা নাম প্রকাশ করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোয়াল পাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চোর সনাক্ত করে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ চুরি হওয়া ১২টি ফ্যান ও একটি পানি পাম্পসহ তিন চোরকে হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর চুরির সঙ্গে জড়িত বলে তারা স্বীকারোক্তি দিয়েছে। পাশাপাশি চুরির সঙ্গে অন্যান্য জড়িতদের নাম প্রকাশ করেছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চুরির সঙ্গে জড়িত তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবাার সকালে আদালতে পাঠানো হবে।
Leave a Reply