নিজস্ব প্রতিবেদক :
সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ সোবারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে নেতাকর্মীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। ১লা নভেম্বর বুধবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে ঢাকা-সিলেট মহাসড়কে পাকুন্দা শিংলাব এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল করে । এসময়ে এশিয়ান হাইওয়ের মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুরপাল্লা কোন যানবাহন চলতে দেখা যায় নি।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে অতর্কিত হামলা গুলিবর্ষণ এর প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র ঘোষিত হরতালের পর তিন দিনের অবরোধ কর্মসুচীর ডাক দেয় কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপির নির্দেশে এ কর্মসূচি পালন করে সোনারগাঁ থানা বিএনপি। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে খন্ড খন্ড মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও অবরোধ সফলের আহবান জানান।
Leave a Reply