নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির ডাকে দ্বিতীয় দফা অবরোধের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এশিয়ান হাইওয়ে সড়কে আগুন জ্বালিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
বরোধের সমর্থনে ৫ অক্টোবর রোববার সকালে উপজেলার বস্তল এলাকায় এ বিক্ষোভ মিছিল করে। এসময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, একদফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশে পুলিশের হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতাসহ সারা দেশে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা মাঠে রয়েছে।সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, অবরোধে যুবদলের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে তারা চলে যায়।
Leave a Reply