সোনারগাঁ প্রতিনিধি: বিএনপি জামায়াতের চতুর্থ দফায় ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় অবস্থান কর্মসুচি হিসেবে শান্তি সমাবেশ করছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল রোববার সকাল থেকে দিনভর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এ অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলী আকবর, ডা. আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ, কবির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, মোশারফ হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হবে। তফসিলের পর কেউ নাশকতার চেষ্টা করা হলে কঠোর ভাবে দমন করা হবে। তিনি বলেন, মানুষ বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। তাদের অযৌক্তিক আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।
Leave a Reply