সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোতালেব হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এ চার নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সোনারগাঁ পৌরসভা যুবদলের য্গ্মু আহবায়ক মো. আল আমিন, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. নাদিম হোসেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) পঙ্কজ কান্তি সরকার নিশ্চিত করে জানায়, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকেলে দুইজন, রাতে একজন ও মঙ্গলবার বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply