সোনারগাঁ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের লাঞ্ছিত এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও শিক্ষকদের উপর চড়াও হয়ে অশালীন আচরনসহ অরাজকতা সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের সাথে যে ধরনের আচরন করা হচ্ছে তা কোন ভাবেই কাম্য হতে পারে না। তাদের বিরুদ্ধে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানাতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। অপমান করে শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করা শিষ্টাচার বহির্ভূত।
তারা আরো বলেন, যে সব শিক্ষকদের ইতিমধ্যে লাঞ্ছিত করা হয়ছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, লেখক মোহাম্মদ মহসিন, কবি খন্দকার পনির, সাংবাদিক মীমরাজ হোসেন, জহিরুল ইসলাম জহির, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply