সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নিখোঁজের দুই মাসেও সন্ধান পাওয়া যায়নি মো. মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের বাড়ি থেকে গত ৭ ফেব্রæয়ারী রাতের বেলায় বের হয়ে তিনি আর ফেরননি। তিন সাতভাইয়া পাড়া গ্রামের হাজী সুলতান আহম্মেদের ছেলে। নিখোঁজের ঘটনায় তার বড় ভাই হাজী মো.মজিবুর রহমান বাদি হয়ে গত ৯ ফেব্রæয়ারী সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের হাজী সুলতান আহম্মেদের ছেলে জমি ব্যবসায়ী মো. মিজানুর রহমান গত ৭ ফেব্রুয়ারী রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। সে সময় থেকে তিনি নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে ৯ ফ্রেরুয়ারী তার বড় ভাই হাজী মজিবুর রহমান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
হাজী মুজিবুর রহমানের দাবি, ব্যবসায়ীক কারণে বিভিন্ন সময় তিনি মানসিকভাবে বিপর্যন্ত থাকতেন। মানসিকভাবে বিপর্যন্ত কারণে তার স্ত্রীর আটি সিদ্ধিরগঞ্জের আব্দুল বারি চৌধুরীরর মেয়ে রহিমা চৌধুরী সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের পরও তার স্ত্রী তাকে পুনরায় বিয়ে করার জন্য পায়তারা করে আসছে। ইতোপূর্বে আরো একবার মিজানুর রহমান নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোজ নিয়ে না পেয়ে তার স্ত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, দ্বিতীয় বার নিখোঁজ হওয়ার পরও তাকে না পেয়ে তার বিবাহ বিচ্ছেদ হওয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তার বাসায় যায়নি বলে জানায়।
এদিকে নিখোঁজের ২ মাস পেরিয়ে গেলে তার পরিবার হতাশার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। সোনারগাঁ থানায় নিখোঁজের পর অভিযোগ দায়ের করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। দ্রæত ওই ব্যবসায়ীকে তার পরিবার সুস্থভাবে ফিরে পেতে আকুতি জানিয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, দু’মাস আগে অভিযোগ করে থাকলে অবশ্যই ব্যবসায়ীর সন্ধান পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে আবারো বিভিন্ন স্থানে প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়।
Leave a Reply