সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সোনারগাঁ উপজেলা সাংবাদিক সমাজ ও সোনারগাঁ প্রেস ক্লাব। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়। সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এ সময় প্রধান অতিথি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড: মাহমুদুর রহমানকে নি:শর্ত মুক্তি দিতে হবে। স্বৈরাচারি হাসিনা সরকারের সাজানো মামলায় রায় আমরা মানিনা, হাসিনা সরকারের সাজানো মামলার রায় বাতিল করে মাহমুদুর রহমানকে অভিলম্বে মুক্তি দিতে হবে।
বক্তব্য রাখেন , দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা ও সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সোনারগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাসুদ শায়ান,পৌর বিএনপির সভাপতি শাহজান (মেম্বার) পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ন কবির রফিক, পৌর বিএনপির সিনিয়স সহ সভাপতি আলমগীর হোসেন, সাবেক কাঊন্সিলর ফারুক আমম্মেদ তপন, থানা যুবদলের যুগ্না আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির যুগ্ম সমদক সাদেক হোসেন সেন্টু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সহ সভাপতি এডি এম বাকের জুয়েল, সেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মাহমুদুর রহমান মুক্তি পরিষদের আহবায়ক মাসুম মোল্লা।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা সেচ্ছাসেবক দলের ১নং সহ সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, সোনারগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক হারুন অর রশিদ , দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সাংবাদিক আনিছুর রহমান, মোঃ মশিউর রহমান, মাজহারুল, ইসলামরিপোটার্স ক্লাবে দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক মিমরাজ, আতা রাব্বী জুয়েল প্রমুখ।
Leave a Reply