সোনারগাঁ প্রতিনিধি:
সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, শম্ভূপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি শাফিরউদ্দিন মজনু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা সেলিম হোসেন দীপু, মাসুদ রানা, শহীদ সরকার, শফিউল আলম বাচ্চু, ইঞ্জিনিয়ার শামসুল হক প্রমূখ।
Leave a Reply