নোটিশ :
অধিকার প্রতিদিনে আপনাকে স্বাগতম!
শিরোনাম :
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবলীগ নেতার লাশ সোনারগাঁয়ে যুবককে ছুরিকাঘাত করে হত্যা সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেণ্টের উদ্বোধন সোনারগাঁয়ে কারখানায় আগুনে ১১ শ্রমিক দগ্ধ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে যুবদলের সমাবেশ বাছেদ এর নেতৃত্বে রেজাউল করিমের জনসভায় বিশাল মিছিল চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহবান বিএনপি নেতাদের —-বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোহাগ ও আমিনুলের বিশাল মিছিল সোনারগাঁয়ে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের দোষরা মাথাচারা দিয়ে উঠতে চায় – নির্বাহী কমিটির সদস্য মান্নান
সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা তাকে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ওই ছাত্রের বাবা মো. বদুন বাদি হয়ে রোববার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মো. বদুন মিয়ার ছেলে সোনারগাঁ সরকারী কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র মো. সিয়ামের সাথে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবী আলীর ছেলে মো. জাফরের সম্প্রতি তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। ওই কাথা কাটাকাটির জের ধরে গতকাল রোববার দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মা জেনারেল হাসপাতালের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে জাফরের নেতৃত্বে রিফাতসহ ৫-৭জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। এসময় তাকে হামলাকারীরা এলোপাথারীভাবে মারধর করে। এসময় তাদের হাতে থাকা চাকু দিয়ে পিঠে ও হাতে কুপিয়ে জখম করে। আহত ওই ছাত্রের ডাক চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ছাত্রের বাবা মো. বদুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক দিন আগে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গতকাল কলেজ থেকে ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, কলেজ ছাত্রকে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Adhikar Protidin
Design BY SOFT-MACK