সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বিচার দাবি করেন যুবদলের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত উলুকান্দি এলাকায় যুবদলের কর্মী সম্মেলনে এ দাবি করেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সালেহ মুছা, আল আমিন প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনেরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদলের কর্মী সভায় বক্তরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসীবাদি শেখ হাসিনার নির্দেশে বহু ছাত্র, জনতার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে দ্রæত বিচার করতে হবে। তার বিচার করতে বিলম্ব হলে ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি মানুষের পরিবারের মধ্যে হতাশা নেমে আসবে। তাই দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
অপরদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনমান্দি ইউনিয়ন বিএনপির উদ্যেগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply