সোনারগাঁ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যােগে গতকাল সোমবার বিকেলে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় অনুষ্ঠিত এ প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব মিয়া, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, নারায়ণঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার,সোনারগাঁও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু,বিএনপি নেতা নিজাম ও বাবুলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।
সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী ৭ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় বন বিভাগের সামনে বিকেল ২টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ৮ ই নভেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপির র্যালীতে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply