সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শম্ভুপুরা এলাকায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেন। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, বিএনপির নেতা মো. মনিরুজ্জামান, সেলিম হক রোমি, তাজুল ইসলাম সরকার, মোমেন খাঁন, মাসুম রানা, সাফির উদ্দিন মজনু, ডা. মিজানুর রহমান, শ্রমিক দল নেতা মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব। এসময় অন্যদের আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, সেলিম হোসেন দিপু, শফিউল আলম বাচ্চু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক হোসেন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলা ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply