সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগের নৈরাজ্য রুখতে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি পালন করেছে। গতকাল রোববার সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মোগড়াপাড়া চৌরাস্তা ও কাঁচপুরে অবস্থান কর্মসূচি পালন করেন সোনারগাঁ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার ছাত্র জনতা কাঁচপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে খন্ড খন্ড মিছিল করে। গতকাল রোববার মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শ্লোগান নিয়ে মিছিল করে। কাঁচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমির নেতৃত্বে অবস্থান কর্মসুচি পালন করা হয়। এছাড়াও পিরোজপুর, সাদিপুরের নয়াপুর, জামপুরের এশিযান হাইওয়ের তালতলা ও বস্তল এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব জানান, বিএনপির নেতাকর্মীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামীলীগের দোসোররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। দেশে নৈরাজ্য তৈরির জন্য ভুয়া কর্মসূচি দিয়েছে। আমরা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে বিএনপি, যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোগড়াপাড়া চৌরাস্তা ও কাঁচপুরে অবস্থান নিয়েছে। এদিকে গতকাল রোববার সকাল থেকে ছাত্র-জনতা কাঁচপুরে অবস্থান নিয়ে মিছিল করে।
মোগড়াপাড়া ও কাঁচপুরে অবস্থান কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক হোসেন, সোনারগাঁও পৌর বিএনপি যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজসহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply