সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিলাদ মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নবেম্বর মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ বাছেদ আহামেদ নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা । এ সময় সাবেক প্রতিমন্ত্রী রেজাউর করিম দাঁড়িয়ে বাছেদসহ তার নেতাকমীদের অভিনন্দন জানায়। বাছেদ সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
১৮ নভেম্বর রোজ সোমবার বিকাল ৩ টায় মোগরাপাড়া চৌরাস্তার ট্রাক স্ট্যন্ডে এ প্রতিবাদ সভা ও জনসবার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি মোঃ আবু জাফর চৌধুরী।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থনা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন ভূঁইয়া , মোঃ বজলুর রহমান,সহ-সভাপতি ,সোনারাগাঁ থানা বিএনপি, মোঃ মজিবুর রহমান ,কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, পৌরযুবদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর ফারুক আহাম্মেদ তপন, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হারুনর রশীদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নূরে ইয়াছিন নোবেল,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ থানা যুবদলের সহ-সভাপতি এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ বাছেদ আহামেদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল প্রমূখ।
Leave a Reply