সোনারগাঁ প্রতিনিধি:
ডেনমার্ক প্রবাসীকে আটক রেখে পাওনা টাকা আদায় করতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেঁসে গেলেন সামসুজ্জামান মোল্লা রনি নামের সাবেক ছাত্রদল নেতা। মোহাম্মদ আলী নামের ওই প্রবাসীকে আটক রেখে মুক্তিপণ দাবীর অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে রনি মোল্লাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সামসুজ্জামান মোল্লা রনি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত সামসুজ্জামান মোল্লা রনির বড় ভাই মনির হোসেন মোল্লার দাবী, বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে সামসুজ্জামান রনির কাছ থেকে ৯০ লাখ টাকাসহ এলাকার লোকজনদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে রনি তাকে পেয়ে ডেকে নিয়ে গিয়ে আটক রেখে তার পাওনাকৃত ৯০ লাখ টাকাসহ বিভিন্ন লোকের টাকা উদ্ধারের চেষ্টা চালায়। এ ব্যাপারে মোহাম্মদ আলীর স্ত্রী শরমিলা বাদী হয়ে সোনারগাঁও থানায় তার স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে মর্মে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাতভাইয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সামসুজ্জামান রনিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত মিয়ার ছেলে সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর বিদেশে লোক পাঠানোর বিষয়ে টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২৫ জানুয়ারী শনিবার বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে রনি ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীকে বাসায় নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে আটক রেখে পাওনা টাকা আদায়ের চেষ্টা চালায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে।
মোহাম্মদ আলীর স্ত্রী শারমিলার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার স্বামীকে না পেয়ে থানায় অভিযোগ করি। তবে মামলার বিষয়ে আমি অবগত নই। আমার স্বামী থেকে দলিল লিখক রনি মোল্লা টাকা পাবে তবে এর পরিমান আমি সঠিক বলতে পারবো না।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে রনিকে আজ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে
Leave a Reply