সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের ৪ ঘন্টা পর মাদরাসাছাত্র ইব্রাহিম (৯) এর লাশ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় নিহতের বাড়ির পাশের নিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। ইব্রাহিম মিয়া গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল।
নিহতের পিতা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোজাখুজি করেন। পরে রাত ১১ টায় বাড়ির পাশে একটি লিচু বাগানে থেকে গলায় পায়জামা পেচানো লাশ পাওয়া যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে শুক্রবার রাতেই সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।
অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল আসিফ ইমাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ির পাশের একটি লিচু বাগান হতে মরদেহ পাওয়া যায়। মরদেহ শরীরের আঘাতের চিহ্ন পাওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলে, তার পড়নে থাকা পায়জামা গলায় পেচানো অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে অব্যাহত রেখেছি।
Leave a Reply