নোটিশ :
অধিকার প্রতিদিনে আপনাকে স্বাগতম!
শিরোনাম :
সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানব বন্ধন সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  সুস্থ্য ধারার ছাত্র রাজনীতি চালু হোক সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র উদ্বেগ শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন সোনারগাঁয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের
পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ নাশের হুমকি ও মারধরের চেষ্টা

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ নাশের হুমকি ও মারধরের চেষ্টা

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহসিন নামের এক ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ নাশের হুমকি ও মারধরের চেষ্টার শিকার হয়েছেন। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো- সাত ভাইয়া পাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন।
জানা যায়, মেঘনা উপজেলার চালি ভাঙা ইউনিয়নের মহিশাড় চর গ্রামের খোরশেদ সরকারের ছেলে মো. মহসিন সরকার চান্দেরকীর্তি এলাকায় আমজাদ ও আনোয়ারের দুটি দোকান ঘর ২ লাখ টাকা অগ্রিম দিয়ে ভাড়া নেন। চুক্তির শর্ত মতে দোকান ছেড়ে দেওয়ার তিন মাস আগে তাদেরকে জানানো হয়। পরে দোকানের সকল ফার্নিচারসহ বিভিন্ন আসবাবপত্র ওই দোকান থেকে বের করে আনা হয়। দোকান খালি করে ছেড়ে দেওয়ার পর অভিযুক্তরা অন্যত্র অগ্রিম টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দেয়। কিন্তু ব্যবসায়ী মহসিনের দেওয়া অগ্রিম টাকা দিতে তালবাহানা শুরু করে। এ নিয়ে একাধিক বার তাগিদ দেওয়া হলেও পাওনা ২ লাখ টাকা দিচ্ছেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ী মহসিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে সে মারধরের চেষ্টার শিকার হন।
এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত খারাপ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
ব্যবসায়ী মহসিন সরকার বলেন, আমি এখানে নগদ টাকা খাটিয়ে ব্যবসা করি। তাদের কাছ থেকে অগ্রিমের টাকা চাইতে গেলে তালবাহানা করে। বৃহস্পতিবার তার কাছে পাওনা টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে মারধরের চেষ্টা করা হয়। আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আমজাদের সঙ্গে কথা হলে তারা বলেন, মহসিন দোকান পরিচালনার সময় টিন নষ্ট করেছে। সেগুলো ঠিক করে না দেওয়ার তার টাকা আটকে রাখা হয়েছে। তবে তাকে হুমকি দেওয়া হয় নি।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Adhikar Protidin
Design BY SOFT-MACK