সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে একদিনের নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। ৩০ জানুয়ারি রাত আটার দিকে সোনারগাঁ চৌরাস্তার জালাল টাওয়ারের পেছনে ময়লার ভাগাড় থেকে এ শিশুকে উদ্ধার করা হয়। নবজাতককে উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বাচ্চাটিকে সুস্থ রাখার জন্য সোনারগাঁ উপজেলা সাস্থ্ কমপ্লেক্স ভর্তি করেন। বাচ্চাটিকে দেখতে অনেক মানুষ সাস্থ কমপ্লেক্সে ছুটে যায়। অনেকে বাচ্চাটিকে দত্তক নিতে চায়। বিনিময়ে পুলিশ ও হাসপাতালের কর্মকর্তাদের টাকা দেওয়ার প্রস্তাব করে।
এসম্পর্কে সোনারগাঁ সাস্থ কমপ্লেক্স এর সেকমো জাহাঙ্গীর বলেন, নবজাতক শিশুটি সুস্থ আছে। অনেকে বাচ্চাটিকে দত্তক নিতে চায়। কিন্তু এভাবে দত্তক দেওয়ার কোনো বিধান নেই। তাই বাচ্চাটি পুলিশের হেফাজতে থাকবে। বাচ্চাটির নিরাপত্তার জন্য পুলিশ আদালতে দারস্থ হবেন। আদালতের নির্দেশ অনুযায়ী বাচ্চাটি যেখানে নিরাপত্তা থাকবে সপখানে হস্তান্তর করা হবে।
Leave a Reply