সোনারগাঁ প্রতিনিধি:
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টায় ইমাম-উলামা ঐক্য পরিষদের উদ্যোগে মোগড়াপাড়া চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তৌহিদ জনতা। এসময় ইমাম-উলামাদের সাথে সাধারণ মানুষও মিছিলে অংশগ্রহণ করেন। হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতিতে বিশাল মিছিলে পরিনত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’,‘স্টপ কিলিং ইন গাজা’ বয়কট ইসরাইলই পণ্য, নানা স্লোগানে প্রতিবাদ মিছিল করেন। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণের কারণে নিরীহ ফিলিস্তিনিরা প্রতিনিয়ত জীবন হারাচ্ছেন। তারা বলেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যার সামিল। আমরা ইজরায়েলের এই অপরাধের বিচার ও গাজাবাসী তাদের অধিকার ফিরে পাবে এই দাবি জানাই। এছাড়াও সোনারগাঁ থেকে ১৫ দিনের মধ্যে সকল প্রকারের ইসরাইলি পণ্য বয়কট ও দোকানদার ভাইদেরকে ইজরায়েলি পন্য বিক্রয় না করতে অনুরোধ করেন।
Leave a Reply